কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের জন্য সেবা সমূহ:
১ : সকল শ্রেণির কৃষকের জন্য সম্প্রসারণ সেবা নিশ্চিত করা।
২ : ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির আধুনিক প্রযুক্তি সমূহ কৃষকের দোর গোড়ায় পৌছেঁ দেয়া।
৩ : কৃষকদের মাঝে বীজ এবং সার বিতরণ নিশ্চিত করা।
৪ : ভিজিট সিডিউল অনুসারে মাঠ পরিদর্শন, কৃষকের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান দেয়া।
৫ : জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
৬ : ফসলের বালাই দমনে পরামর্শ প্রদান করা।
৭ : কৃষকের মাঠে নতুন ফসল, নতুন জাত এবং নতুন প্রযুক্তি সম্প্রসারণে প্রদর্শনী স্থাপন ও মাঠ দিবসের আয়োজন করা।
৮ : বিভিন্ন কৃষিপ্রযুক্তি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান।
৯ : বিভিন্ন প্রকার সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে কৃষকের মাঝে সচেতনতা তৈরি করা।
১০ : ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারী প্রণোদনা/পুনর্বাসনে কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করা।
১১ : ফসলের মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের সহায়তা করা।
১২ : জৈবসার এবং জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সহায়তা প্রদান।
১৩ : কৃষিপন্য বিপণনে ক্রেতা ও কৃষকের মাঝে সংযোগ স্থাপনে সহায়তা করা।
১৪ : সরকারী ভুর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন খরচ কমাতে সহায়তা করা।
১৫ : ফসলের বৈচিত্রা আনায়নে এবং শস্যবিন্যাস উন্নতকরণে সহায়তা করা।
১৬ : দেশে উৎপাদিত অপর্যাপ্ত খাদ্যশস্যের (ডাল, তেল, মশলা) উৎপাদন বৃদ্ধি করা।
১৭ : ব্যাংক কর্তৃক প্রদত্ত কৃষিঋণ গ্রহণে কৃষকদের সহায়তা করা।
১৮ : জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে কৃষকের ডাটাবেইজ তৈরি করা।
১৯ : পুষ্টি উন্নয়নে বসতভিটায় ও ছাদে সবজি ও ফল বাগান সৃজনে সহায়তা করা।
২০ : মোবাইল অথবা টেলিফোনের মাধ্যমে কৃষককে ডিজিটাল সেবা প্রদান করা।
২১ : লিফলেট, বুকলেট, মাঠ দিবস ও মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেয়া।
২২ : উচ্চমূল্যের ফসল উৎপাদনে কৃষকদের সহায়তা করা।
২৩ : বানিজ্যিক ফল ও সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা।
২৪ : নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করা।
২৫ : আইপিএম, আইসিএম এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনে সহায়তা করা।
২৬ : কৃষি উপকরণ (সার, জীব, বালাইনাশক ও চারাকলম) আমদানী ও বিপণনের লাইসেন্স প্রদান।
২৭ : বালাইনাশক, সার ও বীজ ডিলারের দোকান পরিদর্শনের মাধ্যমে ভেজাল কৃষি উপকরণ বিক্রয় রোধ করা।
২৮: সরকারী ও বেসরকারী সংস্থার সাথে কৃষি উৎপাদনে আন্ত:সমন্বয় করা।
২৯. কৃষির বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS